Computer Science Engineering (CSE)
বুয়েট ভর্তিচ্ছুদের কারও কারও কাছে ইইই এর পরিবর্তে সিএসই ১ম চয়েস হিসেবে থাকে। বিষয়বস্তুঃ Computer Science হলো কম্পিউটারকে কাজ শিখানো, কথা শুনানো, তাকে দিয়ে ইচ্ছামত কাজ করানো। গাণিতিক সমস্যা সমাধান করানো থেকে শুরু করে রোবট চালানো, গেম বানানো, মহাকাশযান চালানো সবই এর মাধ্যমে করা যায়। Computer Science এ মূলত পড়ানো হয় সফটওয়ার তৈরির বিভিন্ন কৌশল, কম্পিউটার ও কম্পিউটার নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি তৈরির কৌশল, অটোমেশনের বিভিন্ন কৌশল, কমিউনিকেশনের বিভিন্ন ধাপ ও কৌশল ইত্যাদি। চাহিদা আইটি আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বিশ্বের প্রথম ৩০টি সম্ভাবনাময় দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের দেশে এখনো চাহিদার তুলনায় দক্ষ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট অনেক কম। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সাথে সাথে শিল্পে আধুনিকায়ন হচ্ছে। পরমাণু শক্তি কমিশন, Satellite Transmission থেকে Traffic Controlling, E-governance, রেল যোগাযোগ সহ সকল ক্ষেত্রেই কম্পিউটার এর ব্যবহার দিন দিন বাড়ছে। ফলে সকল ক্ষেত্রেই CSE এর চাহিদা ব্যাপক। ভবিষ্যতঃ ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের চাহিদা বৃদ্ধি পাবে কয়েক