MATHEMATICS - গণিত
স্কুল বা কলেজে পড়ার সময় গণিতকে কি তোমার খুব সহজ মনে হত? কোনো গাণিতিক সমস্যা সমাধানের জন্য বন্ধুরা কি তোমারই শরণাপন্ন হত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমার এই লিখা তোমার জন্য। তোমাদের মধ্যে অনেকেই হয়ত ভাবছ, সারাজীবন গণিত আমার কাছে প্রিয় এবং সহজ একটা বিষয় ছিল। এখন অনার্সের বিভাগ হিসেবে "গণিত" কেমন হবে! গণিতে স্নাতক সম্পন্ন করে ভবিষ্যত কেমন হবে? তুমি যদি গণিতকে সত্যিকার অর্থেই ভালবেসে থাকো, তাহলে গণিত বিভাগের লাল বিল্ডিংএ তোমাকে স্বাগতম। গণিত বিভাগের চার বছরের অনার্স কোর্সে প্রতিবছর গণিতের মূল বিষয়ের পাশাপাশি একটা করে ল্যাব কোর্স করতে হয়, যেখানে মূলত প্রোগ্রামিং /উচ্চতর ভাষার প্রোগ্রামিং এসব শিখানো হয়। বিজ্ঞানের অন্যান্য বিভাগের মত এখানে সারাসপ্তাহ জুড়ে তোমাকে ল্যাব করতে হবে না, সপ্তাহে একদিন মাত্র ল্যাব। তোমাদের মধ্যে যারা অল্প পরিশ্রমে তুলনামূলক ভাল চাকরি পেতে চাও, তারা এই বিভাগকে বেছে নিতে পার অনায়াসেই। দুপুরের পর তোমার অন্য বন্ধুরা যেসময় ল্যাবে ব্যস্ত থাকবে, সেসময় তুমি ফ্রি থাকবে। তোমার এইসময়কে তুমি উন্নয়নমূলক অন্য কোনো কাজে ব্যয় করার সুযোগ পাবে। এবার আসি Career এর কথ