Islamic Studies - ইসলামিক স্টাডিজ


এটা প্রতিষ্ঠাকালীন একটা ঐতিহ্যবাহী ডিপার্টমেন্ট।এই ডিপার্টমেন্টের সিলেবাস আন্তর্জাতিক মানের। এখানে, নন মেজর কোর্স হিসাবে, বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, নৃ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, কম্পিউটার কোর্স, বাংলাদেশ স্টাডিজ, নন্দনতত্ত্ব বিষয়গুলো পড়ানো হয়!!!
আর মেজর কোর্স গুলো হলো ঃ
1.introduction to islam and islamic dawah
2.introductory knowledge of the quran and principle and history of tafsir literature
3. al sirat al nabawiyyah and history of the calliphs
4.economy, finannce,banking and insurance in islam
5.quranic studies
7.social system, family welfare and aesthetic in islam
8.sunnag un practical life
9.political system and human rights in Islam
10.study of al tafsir
11.study of kalam and Muslim philosophy and philosopher
12.sufism,and some prominent Sufis and their contribution.
13.introduction to islamic law,personal law and inheritance law in islam
14.Islamic civilization, cultural, ethnic and value
15.modern history of the Muslim world and organization.
16.principle of economic s,and the economy of bangladesh
17.study of hadith.
18.history of Muslim Spain and Muslim contribution to science and technology
19.study of religious
20.principle and history of islamic jurisprudence
21.lives and thought of Muslim thinkers Of the world
উপরিউক্ত কোর্সগুলো পড়ানো হয় ঃ
এখন আসি, এ ডিপার্টমেন্টে পড়ে কি করবেন???
১.মধ্য প্রাচ্যের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে সহজেই স্কলারশিপ পাওয়া যায়।
২. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বের নামি দামী ইউনিভার্সিটিতে বিভিন্ন নামে এই বিষয়টাকে পড়ানো হয়। স্কলারশিপও দেয়া হয়। আপনার ইচ্ছা থাকলে যেতে পারেন
৩. ভালো পড়লে ভালো রেজালট করতে পারবেন, আর মোটামোটি পড়লে মোটামোটি রেজাল্ট করা যায়।
৪. আপনার ধর্ম মন্ত্রনালয়ে চাকুরীর ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন
৫. শিক্ষকতা করতে চাইলে, করতে পারেন!! অনেক অনেক শিক্ষক নিয়োগ দেয়া হয় এই বিষয় থেকে

৫. বাংলাদেশের যেই ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং চালু আছে, সেখানে অগ্রাধিকার পাবেন।
৬. অনেক ইসলামীক বীমা কোম্পানি আছে, সেখানে অগ্রাধিকার পাবেন।
৭.শোনা যাচ্ছে, বাংলাদেশের প্রায় প্রত্যকটা ব্যাংকে ইসলামী ব্যাংকিং শাখা খোলা হবে, সেখানে অগ্রাধিকার পাবেন।
৮.আপনি চাইলে রিসার্চ করতে পারেন।
এবার আসি ডিপার্টমেন্টের বাইরের চাকুরীর ক্ষেত্রঃ
১. বিসিএস সহজেই প্রিপারেশন নিতে পারেন চাইলে
২. সরকারি সকল ব্যাংকে সমান অধিকার
৩.সকল মন্ত্রনালয়ে চাকুরী করতে পারেন
এক কথায়, সরকারী সকল ক্ষেত্রে আপনি চাকুরী করতে পারবেন যদি নিজে যোগ্য হয়ে থাকেন।
৪.অনেক বেসরকারি ছোট ছোট কোম্পানিগুলেতে চাকুরী করতে পারবেন।
তবে , মাল্টিনেশনালের স্বপ্ন দেইখেন না, কারণ,শুধু আপনার ডিপার্টমেন্টই না, ঢাবির 30 এর ও বেশি ডিপিগুলো মাল্টিনেশনালে ডাক পায় না।
৫. সর্বশেষে, অনেক ভালো কিছু শেখা যায়,যদি আপনার ইচ্ছা থাকে।
ধন্যবাদ

Comments

  1. General পড়া ছাত্ররা কী এখানে পড়ার সুযোগ পাবে????

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সমাজকর্ম Social Work / সমাজকল্যাণ Social Welfare

Geography and Environment - ভূগোল ও পরিবেশ

Islamic History and Culture - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি