Microbiology অণুজীববিজ্ঞান

বাংলায় অণুজীববিজ্ঞান বলে!
প্রথমত গতকাল থেকে রিভিউ দেখে ভাবলাম আসলেই কিছু লিখলে কেমন হয়!
এর মাঝে ফাইনালের এক্সামের প্যারা চলে।
সত্যি কথা বলতে,আপনার যদি ম্যারাথন দৌড়ানোর অভ্যাস থাকে তাইলে এইখানে আসতে পারেন!
সপ্তাহে একটা করে এক্সাম থাকবে।তাও আবার রবিবার অথবা সোমবারে(একেক ইয়ারে একেক রকম)!
এইভাবে সারাবছর চলবে।
কষ্টের কথা হইল ইচ্ছা করলেও আপনি আপনার উনার(বউ,ভাবি,কাজিন,জাস্ট ফ্রেন্ড) সাথে শুক্র শনিবার ঘুরতে পারবেন না!🤔🤔
কারণ সপ্তাহের এক্সাম গুলা আল্টিমেটলি খুউব বড় ইফেক্ট করে ফাইনাল রেসাল্টে!
এইসব জ্বালায় কত্ত বিয়া খানা যে মিস করছি 😑😐
আচ্ছা এখন সিরিয়াস কথায় আসা যাক।
সিরিয়াল একটু প্রথম দিকেই থাকতে হবে!
নিজ ইচ্ছা থাকলে এইখানে আসুন!
কোন বড় ভাই,আপুর কথা শুইনা আসার দরকার নাই!
দুনিয়া আগাইয়া গেছে!
জব ফিল্ড,সেলারী এখন এইসব গুগুলে টিপ দিলেও পাওন যায়!
আগেই বলে রাখলাম হুটহাট ডিপ্রেশন আসবে আবার চলেও যাবে!
বায়োলজি পারলেই এইখানে খাপ খাওয়ানো যাবে এইটা চরম ভুল!*---*
ইন্টারমিডিয়েটের পড়াশুনার সাথে এইখানের পড়াশুনা বহুত তফাত
ল্যাব করতে আপনার ভালো লাগবে এইটা মোটামুটি সিউর দিয়ে বললাম!
স্যারেরা অনেক আন্তরিক!
যেহেতু ছোট ডিপার্টমেন্ট,সো সবাই সবাইরে চিনে!
ডিপার্টমেন্টাল রিলেশনশীপ খুউব দারুণ!
যে কোন প্রব্লেম হইলে বড় ভাইদের হেল্প পাওয়া যায়!
আর বড় আপুদের কথা কি বলবো!
উনারা মায়ের মতন!💚
উনাদের নোট দিয়েই অনার্স জীবন শেষ করে দিতে পারবা।
রেসাল্টঃ
এইটা মারাত্নক লেভেলের প্রতিযোগিতা!
আতেল মেয়ে গুলার রেসাল্ট আর ছেলেগুলার রেসাল্টে একটু ডিফারেন্স থাকে সত্যি!
বাট এইটাও সত্য এদের ডেডিকেশন দেখে তুমি পড়ালেখা করতে ইন্ডিউস হইবা!
একটা চালাকি করবা তা হইল বড় আপু আর ক্লাসমেটের মেয়ে বন্ধবীদের সাথে বন্ধুত্ব করবা কারণ যাবতীয় নোট এদের কাছে পাবা!
মনে রাখবা নোট ই জীবন,নোট ই মরণ!
সাথে বড় আপুদের পথে চলা!
আজ্ঞে এক সময় দেখবা তোমার সিজি ৩.৭৫ হই গেছে!
অনেক মেয়ে তোমাকে তখন নক দিয়ে বলবে,ওগো কেমন আছেন?(জীবনেও ভাইবো না এইটা!)
সব কথার আসল কথা হইল,ধৈর্য ধরলে আর নিয়মিত একটু পড়াশুনার ভিতরে থাকলে ভালো করতে পারবেন!
বই পড়ার অভ্যাসটা করাটাই মেইন ফোকাসে রাখুন!
অনেক অনেক ভাল করবেন😋😎
চাকরি আর বিদেশ যাওয়াঃ
রেসাল্ট টা একটু ভাল থাকলেই যদি ইচ্ছা থাকে বিদেশ যাওয়ার তাইলে ইটস অকে!
আর দেশে বিভিন্ন জায়গায় জব আছে!
১.টিচিং
২.আইসিডিডিআরবি
৩.ফারমাকোম্পানী
৪.ফরেনসিক ল্যাব(মেডিকেলে)
৫.বিসিএস ত আছেই(গতবার ফরেইন ক্যাডারে প্রথম হইছে এই ডিপার্টমেন্টের বড় ভাই)
৩য় বছর পা দিতেই ঠিক করে ফেলা উচিত আপনি কোন লাইনে যাবেন!
অনেক পড়তে হবে এই রকম না কিন্তু অনেক ফোকাসে থাকতে হবে😰
প্যারা আছে সত্যি বাট দিনশেষে সব আপনার জন্য!
আসলে দেখা হবে😬
সেন্ট্রাল মাঠে ফুটবল খেলবো নি একসাথে!


..............................
Nizam Uddin Bulbul
Microbiology
University of Dhaka

Comments

Post a Comment

Popular posts from this blog

সমাজকর্ম Social Work / সমাজকল্যাণ Social Welfare

Geography and Environment - ভূগোল ও পরিবেশ

Islamic History and Culture - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি