Banking and Insurance - ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিকতম বিষয় হলো ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স।সুন্দর ক্লাসরুম, ডিজিটাল কম্পিউটার ল্যাব, দক্ষ শিক্ষক, ব্যবসায় শিক্ষা অনুষদের অন্যতম সেরা ডিপার্টমেন্ট। ব্যাংকিং খ্যাতে ক্যারিয়ার গড়ার জন্য এই ডিপার্টমেন্টর জুড়ি নাই। যদিও মানুষ বলবে প্যারাময় ডিপার্টমেন্ট, সিজিপিয়ে কম তবুও জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ জায়গা এটা। তবে এই বিভাগে ভর্তি হলে আপনি পাবেন অনেকজন সুন্দরী ম্যাম, অনেক ভাল কিছু স্যার হ্যা তবে কিছু অত্যাধিক রাগি স্যারও কিন্তুআছে।এখানে পরতে হলে আপনাকে অনেক পড়তে হবে, হলে থাকলে আপনাকে অন্য ডিপার্টমেন্টের বন্ধুদের অনেক কথা শুনতে হবে যেমন সারাদিন পড়ো, রোবট হয়ে যাবি ইত্যাদি। ফাস্ট ইয়ারে আপনাকে ৩০০ পেইজের টার্ম পেপার করতে হবে। সাইন্সে না পরেও আপনাকে ম্যাথে ও পদার্থ, রসায়নে দক্ষ করে তুলবে এই ডিপার্টমেন্ট। যদিও ম্যাথে পাস করতে দুই বার পরীক্ষা দিতে হবে। সপ্তাহে দুই বার পেজেনটেশন দিতে হবে আর প্রতিদিনের অ্যাসাইমেন্ট তো আছেই। কোন স্যারের ক্লাস শেষ হতে সন্ধা হয়। এত কিছু করেও সিজিপিয়ে ৩ পার করতে কষ্টের সীমা থাকবেনা। তবে দিনশেষে মনে একটু হলেও শান্তি থাকবে যে আপনি একটা চাকরি পেতে পারেন আর বিসিএস শিক্ষা ক্যাডারও আছে। তবে ডিপার্টমেন্টা খুব ভাল একটা ডিপার্টমেন্ট যদিও দিনদিন তার যৌবন হারাচ্ছে। আশাকরি পরবর্তী বছর থেকে ভাল মানের শিক্ষার্থীরা এই ডিপার্টমেন্টে ভর্তি হবে।
সর্বশেষ বলতে চাই ভালবাসি ব্যাংকিং, জয় হোক ব্যাংকিংয়ের।

Tanzil Sharif
DU

Comments

Popular posts from this blog

সমাজকর্ম Social Work / সমাজকল্যাণ Social Welfare

Islamic History and Culture - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

Geography and Environment - ভূগোল ও পরিবেশ