Chinese Language and Culture(CLC) - চীনা ভাষা সংস্কৃতি


Sub Requirement:
Bangla 14
English 14
ঢাবিতে এটি চালু হয়েছে ২০১৬-২০১৭ সেশন থেকে।
যা পড়ানো হয়:
১.এখানে ভাষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে চীনা সংস্কৃতি সম্পর্কেও পাঠদান করা হয়।
২.ভাষা ও সাংস্কৃতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষা,বাংলা ভাষা,বাংলাদেশ স্টাডিস,ভাষাবিজ্ঞান ও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে পাঠদান করানো হয়।
পাঠদান পদ্ধতি ও ক্লাসের ব্যাপ্তি:
১.এখানে অত্যন্ত দক্ষ,বন্ধুসুলভ শিক্ষক দ্বারা ক্লাস করানো হয়।
২.এই বিভাগের সবগুলো কক্ষ শীততাপ নিয়ন্ত্রিত এবং সবগুলো ক্লাসরুমেই রয়েছে কম্পিউটার ও বড় মনিটর/প্রজেক্টর।
আর হ্যা,ডিপার্টমেন্টের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর কোরিডোর।
৩.প্রতিটি ক্লাসের ব্যাপ্তি ২ ঘন্টা।
প্রতিদিন ক্লাস হয় ২/৩ টা।
চাকরির সুবিধা:
বাংলাদেশে বিষয়ভিত্তিক চাকরি খুবই কম।
এই বিভাগের একজন শিক্ষার্থী বিসিএস ও অন্যান্য চাকরির বাইরেও শিক্ষকতা,দোভাষী,এম্বাসিতে চাকরি,বিভিন্ন চীনা মাল্টিন্যাশনাল ও অন্যান্য চীনা প্রতিষ্ঠানে চাকরির অগ্রধিকার পাবে।
এছাড়াও রয়েছে চীনে শতভাগ স্কলারশীপের মুখ্যম সুযোগ।
MD Ashraful Islam Shawon
Dept of CLC,2nd Batch.

Comments

Popular posts from this blog

Islamic History and Culture - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

Geography and Environment - ভূগোল ও পরিবেশ

সমাজকর্ম Social Work / সমাজকল্যাণ Social Welfare