Political Science -রাষ্ট্রবিজ্ঞান



ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী ডিপার্টমেন্টগুলোর একটি রাষ্ট্রবিজ্ঞান।প্রিয় ঢাবির জন্মলগ্ন থেকেই যার পথচলা।রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্যান্য ডিপার্টমেন্ট এর তুলনায় ক্লাসের মাত্রাতিরিক্ত চাপ নেই। ডিপার্টমেন্ট এর টিচারদের পড়ানোর স্টাইল অনেক সাবলীল এবং সহজে বোধগম্য।রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব,সেমিনার রুম।
রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের গোবিন্দ চক্রবর্তী স্যার,তালুকদার মনিরুজ্জামান স্যার,ফজলুল করিম স্যার,শরীফ স্যার,শান্তনু স্যার, আলী রেজা স্যার,আয়নুল ইসলাম স্যারদের ক্লাস যে কারোরই ভালো লাগার কথা! 
আমাদের চেয়ারম্যান হাসানুজ্জামান স্যারের ক্লাস করলে একজন স্যারের জ্ঞানের পরিধি কতটুক বিশাল হতে পারে সেটা আপনার ধারণা হয়ে যাবে! 😍
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুরুল আমিন ব্যাপারী স্যারের আর্টিকেল গুলা দক্ষিন এশিয়ার রাজনীতিতে খুবই ডিমান্ডিং ছিলো,নব্বইয়ের দিকে! 😎
জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক স্যার,রওনক জাহান ম্যাম, প্রফেসর এমাজউদ্দীন আহমেদ স্যার ও এই ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী ছিলেন, আহমেদ ছফার মতো বিখ্যাত লেখক ও এম.এ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে 😎
ঢাবির ইতিহাসে সর্বোচ্চ ৪ টি স্বর্নপদক পাওয়া সম্রাট ভাই ও আমাদের রাষ্ট্রবিজ্ঞানেরই 
জাতিসংঘের উচ্চপদে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ৭ বার জাতিসংঘ শান্তি পদক পাওয়া এসপি শামসুন্নাহার এই রাষ্ট্রবিজ্ঞানের ই ছিলেন। 😎
রাজনীতির মাঠে ওবায়দুল কাদের, এস এম জাকির হোসাইন ভাইদের মতো ব্যক্তিদের পরিচিতি ছিলো এই বিভাগ 
রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট এর সবচেয়ে ইউনিক দিকগুলি---
১ঃ বিসিএস পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের কোর্স রিলেটেড পড়াশোনাগুলো খুবই কার্যকরী। (প্রত্যেকবছরই বিসিএসে রাষ্ট্রবিজ্ঞানীদের নজরকাড়া সাফল্য দেখা যায়)
২ঃ রোবোটিকস পড়াশোনা করা লাগবে না আপনাকে।
৩ঃ সকাল থেকে বিকেল টানা ক্লাস করার অসহ্য পেইন আপনাকে সহ্য করতে হবে নাহ।
৪ঃ রাজনৈতিক জ্ঞান আহরণের সর্বোচ্চ শিখরে পৌছতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান এর জুড়ি নেই।
৫ঃ ভালো সিজিপিএ তোলার জন্য রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট আপনার জন্য বেস্ট চয়েস হবে,খাটনি করে পড়াশোনা করলে ভালো মার্কস এর ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারা যায়(খামখেয়ালিপনা একদমই গ্রহনযোগ্য নয়,তখন হিতে বিপরীত হয়ে যেতে পারে)।
খেলাধুলার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের আধিপত্য সবারই জানা,ক্রিকেট এবং ফুটবল উভয় দিকে ভার্সিটির অন্যতম ডমিনেটিং টিম রাষ্ট্রবিজ্ঞান 💕😎
স্টুডেন্ট এর দিক দিয়ে ক্যাম্পাসের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট রাষ্ট্রবিজ্ঞান।তবে আগের যে ঐতিহ্য টা ছিলো,সেটি এখন অনেকটাই নিম্নগামী।সামনের সময়টুকু তে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট কে তার চিরাচরিত রূপে দেখতে চাই। 💕
অবশেষে এতটুক বলতে পারি, নন-রোবোটিক্স অনার্স লাইফের জন্য রাষ্ট্রবিজ্ঞান সেরা 👌


############################

আমার এই যৌবনে অনেক গুলো প্রেম আসছে আবার গেছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রতি প্রেমটা এখনো আছে
রাষ্ট্রবিজ্ঞান আমার সাবেক প্রেমিকা কিন্তু আমি বিয়ে করেছি বর্তমান বউ ইংরেজিকে।
কেন ইংরেজিকে বিয়ে করলাম??
যখনি ইংরেজি কন্ডিশন পূরণ হলো তখনি চারপাশের কথাগুলো এমন ছিল যে-এই মেয়ে মিস বাংলাদেশ,একে বিয়ে করলে অনেক যৌতুক পাবি,এদের আভিজাত্যপূর্ণ বংশ,অনেক সুন্দর সুন্দর বাচ্চা দিবে,ভবিষৎ অনেক সুন্দর। এসব শুনে প্রেমিকাকে ছেড়ে একেই বিয়ে করলাম।
বিশ্বাস করেন আসলেই বউটা সুন্দর সুন্দর বাচ্চা দেয়। কিন্তু সমস্যা কি জানেন??
এই বাচ্চা উৎপাদনের জন্য যে স্ট্যামিনা দরকার তা আমার নাই,হারাই ফেলছি।
আজ যখন বন্ধুরা আমার প্রেমিকাকে বিয়ে করে ঘুরে ফিরে বাচ্চা উৎপাদন করতে চলছে তখন আমি শুধুই আফসোস করি। আজ যদি আমি প্রেমিকাকে বিয়ে করে এই স্ট্যামিনা ক্ষয় করতাম তাহলে হয়তো বাচ্চাহীন থাকতে হতোনা,হয়তো বাচ্চাটা একটু খাটো আর কালো হতো;তবুও বাচ্চাতো হতো!
আজও আমি বাঁশবাগান থেকে প্রেমিকার সুখের সংসারে উঁকি মারি আর ভাবি কেন আমি তাকে ছেড়ে এই ডাইনি বউকে বিয়ে করলাম!!
তবে হ্য! বউকে নিয়ে যখন গ্রামে যাই তখন সবাই তার রুপে মুগ্ধ হয়ে এমনভাবে তাকিয়ে থাকে যেন মনে হয় এটা গরীবের বউ,সকলের ভাউস💜
তারপরও আজ বউকে বলতে ইচ্ছে হয়,
"ছেড়ে দে মা,কাইন্দা বাঁচি"
আচ্ছা বউকে মা বলা কি অপরাধ??
হোক অপরাধ, তারপরও বাচ্চা না দেওয়া বউকে মা বলেই ডাকবো। বউটাকে তালাকও দিতে পারছি না কারন প্রশাসনে এমন কোনো আইন নাই।
তবে এখন ধীরে ধীরে বউকে ভালবাসতে শিখতে হবে,বাচ্চা হোক আর নাই হোক
আজও ভালবাসি আমার প্রেমিকা রাষ্ট্রবিজ্ঞানকে💜

Comments

  1. অনেক কিছুই জানলাম,,,মজায় মজায়,😀😀

    ReplyDelete
  2. সুন্দর আপনার কথাগুলো

    ReplyDelete
  3. Jotokhon porci onk hasci 😅
    Mojay mojay o onk kicu jana jay ✌😅

    ReplyDelete
  4. hahaha bes moja passilam jokhn post ta porsilam..but aro ektu kisu asa korsilam but hothat korei dekhi kotha furiye gelo..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সমাজকর্ম Social Work / সমাজকল্যাণ Social Welfare

Islamic History and Culture - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

Geography and Environment - ভূগোল ও পরিবেশ