Criminology - ক্রিমিনোলজি


ক্রিমিনোলজি 
এডমিশন এক্সাম শেষ হলো। তোমরা যারা চান্স পেয়েছো তাদের সবাইকে অভিনন্দন। অনেকেই সাবজেক্ট চয়েজ নিয়ে দ্বিধায় আছো। যেহেতু আমি ক্রিমিনোলজি (অপরাধ বিজ্ঞান) নিয়ে পড়ছি তাই আমি ছোট্ট করে একটা রিভিউ দেয়ার চেষ্টা করবো এটা কোন সাবজেক্ট এটাতে কি করা যায়, কি হওয়া যায়, ফিউচার কেমন, কি পড়ানো হয় এসব । তাদের জন্যই আমার আজকের লেখাটা -
ছোটবেলায় নিশ্চই অনেকেই রকিব হাসানের তিন
গোয়েন্দা গল্প পড়েছো। কিংবা শার্লক হোমস
অথবা জেমস বন্ড, ফেলুদা, বোমক্যাশ!! যদি বলি
ওরা তো ফিকশনাল ক্যারেক্টার। কয়েকজন বাস্তব
গোয়েন্দার নাম বলো তো!!!
নিশ্চই মাথা চুলকাবে আর ভাববে, বাস্তবেও কি
গোয়েন্দা হয়?? বাস্তব গোয়েন্দারা কেমন
হয়?? তাদের কাজ ও কি রোমাঞ্চকর হয়,
এডভেঞ্চারাস হয়??
অনেকেরই হয়তো গোয়েন্দা হওয়ার ইচ্ছা
রয়েছে। ছদ্মবেশ ধারণ করে অপরাধী পাকড়াও
করবে, এডভেঞ্চার করবে, কত্ত মজা তাই না??
যদি এমন স্বপ্ন দেখে থাকো আর সেটা সত্যি
করতে চাও তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এর
ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞান বিভাগ তোমার
জন্যই।
ক্রিমিনোলজি সাবজেক্ট এ অপরাধ, অপরাধী,
অপরাধ সংঘটনের কারণ, অপরাধীর মনস্তত্ত্ব, কেন
একটা মানুষ অপরাধ করে, কি করে অপরাধী সনাক্ত
করা যায় এসব বিষয়ে পড়ানো হয়। যদিও এর পরিসর
আরো অনেক বিস্তৃত। সেটা এই সাবজেক্ট এ
পড়লেই জানতে পারবে।
সবাই জানো যে, পৃথিবীতে প্রযুক্তি যত উন্নত
হচ্ছে, আধুনিক হচ্ছে তত বেশি অপরাধের মাত্রা
বেড়ে যাচ্ছে। যেমন সাইবার ক্রাইম, অনলাইন
হ্যারাজমেন্ট, হ্যাকিং ইত্যাদি। নতুন নতুন অপরাধী ও
অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও
এখন বেড়ে চলছে নির্যাতন, ধর্ষণ এর মতো
জঘন্য ঘটনা।
একজন অপরাধ বিজ্ঞানী হিসেবে তোমার কাজ
হলো - এইসব অপরাধ থামানোর জন্য বা কমানোর
জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা
সমন্ধে জানা। আর ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট
তোমাকে সেই সুযোগ দিচ্ছে।
এখন অনেকেই বলবা- ভাইয়া এটার ফিউচার কি। এটা
পড়ে কি হওয়া যায়।
আসলে আন্তর্জাতিক বিশ্বে এই ক্রিমিনোলজি
সাবজেক্ট টা খুব ইম্পরট্যান্ট একটা বিষয়। এটাতে
পড়ে তুমি- পুলিশ অফিসার হতে পারবে, কাউন্টার
টেরোরিজম ইউনিটে কাজ করতে পারবে, সি আই
ডি , ডিবি, সহ বিভিন্ন গোয়েন্দা এজেন্সি তেও কাজ
করার সুযোগ রয়েছে। এছাড়া বিসিএস এ রয়েছে
স্বতন্ত্র পুলিশ ক্যাডার। বিদেশেও রয়েছে এই
সাবজেক্ট এর প্রচুর ডিমান্ড। তুমি চাইলেই এই
সাবজেক্ট থেকে উজ্জ্বল ভবিষ্যৎ ক্রিয়েট
করতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এ ক্রিমিনোলজি বিভাগ চালু হয় - ২০১৩
সাল থেকে। নতুন বিভাগ তাই ডিমান্ড ও বেশি।
আমাদের রয়েছেন ৭ জন অভিজ্ঞ শিক্ষক ও
সুন্দর একটি ক্লাসরুম। ঢাকা বিশ্ববিদ্যালয় এর সবচেয়ে
সুন্দর ক্লাসরুম টি কিন্তু ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট
এরই। 😍
তবে নতুন ডিপার্টমেন্ট থাকায় এর মধ্যে যতেষ্ট সীমাবদ্ধতা ও রয়েছে। ক্লাসরুম একটা ও শিক্ষক সংখ্যা কম থাকার কারণে নিয়মিত ক্লাস হয়না। অল্প ক্লাস হয়েই পরীক্ষা হয়৷ এছাড়াও নানাবিধ সমস্যাবলি রয়েছে৷ 😣
এটাতে পড়তে হলে তোমাকে এডমিশন
টেস্টে বি অথবা ডি ইউনিট এ এক্সাম দিতে হবে। আসন সংখ্যা - ৬০+
ইংলিশ এ ১৬ পেলে তুমি পজিশন অনুসারে এই
সাবজেক্ট টি পাবে। অনেকেই বলবে যে পজিশন কত পর্যন্ত যায়। আসলে এটা সম্পূর্ণ পরীক্ষাপদ্ধতির উপর নির্ভর করে। আমাদের সময় ৮০০ পর্যন্ত গিয়েছিল বি ইউনিটের (বি ইউনিটে ২০ টা আসন ক্রিমিনোলজির)। ডি ইউনিটে ৪০ টা। কমার্স থেকে ১০, সাইন্স থেকে ৩০।
আমার মতো ছোটবেলায় যারা গোয়েন্দা হওয়ার
স্বপ্ন দেখতে তারা এই সুযোগটি লুফে নিতে
পারো। যারা গতানুগতিক ছেড়ে ভিন্ন দিকে যেতে
চাও তারা এটাতে পড়তে পারো। তবে আবারো বলছি, শুধু মুখরোচক রিভিউ না দেখে নিজের প্যাশন যে সাব্জেক্টে সেটায় ভর্তি হউ। নিজের যদি এই সাবজেক্ট এ প্যাশন থাকে তাহলেই এটায় এডমিট হয়ে মজা পাবা।
শুভকামনা সকল জুনিয়র দের জন্য🎁🎁
©Rayhanul Hussain
ডিপার্টমেন্ট অব ক্রিমিনোলজি
১ম বর্ষ,
ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments

  1. ভাইয়া আমি এখন ১১দশ শ্রেণিতে পড়ি মানবিক ডিপার্টমেন্টে। আমি মানবিকের ছাত্র হয়ে ক্রিমিনোলজি পড়তে পারব?কোন কোন পাবলিক ভার্সিটিতে এই সাব্জেক্ট আছে?
    প্লিজ রিপ্লাই দিয়ে একটু জানাবেন প্লিজ।

    ReplyDelete
  2. কিছু বই সাজেস্ট করতে পারবেন?? যা পড়লে ব্যাসিক ইনফরমেশন জানা যাবে।

    ReplyDelete
  3. Bhaiya ekon ki Criminalogy te Ka unit theke ney?? Gha unit to r nei...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সমাজকর্ম Social Work / সমাজকল্যাণ Social Welfare

Geography and Environment - ভূগোল ও পরিবেশ

Islamic History and Culture - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি